কামরুক কামাখ্যায় অপু বিশ্বাস

২৬ ফেব্রুয়ারী ২০২২

ভারতের কামরুক কামাখ্যাকে বলা হয় জাদুর নগরী। সেখানে কামাখ্যা মন্দিরে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করেন। আলোচিত সেই মন্দিরে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’- এ অংশ নিতে  বর্তমানে ভারতে রয়েছেন এ চিত্রনায়িকা।

 

উৎসব শেষে বৃহস্পতিবার সকালে দেশটির কামাক্ষা মন্দিরে প্রার্থনা করেছেন অপু বিশ্বাস। যার একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গেছে, কপালে লালটিপ ও মাথায় মন্দিরের জরির পট্টি লাগানো তার। হাতে একজোড়া সাদা কবুতর। ক্যাপশনে অপু লিখেছেন- কামাক্ষা ধাম।

 

অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মন্দিরে যান তিনি। সেখানে দেড় ঘণ্টা প্রার্থনা করেন। বাবা-মায়ের পরকালীন শান্তি কামনায় এ পূজা করেছেন।


মন্তব্য
জেলার খবর