সহসা ফেরা হচ্ছে না মাহির

১৭ ডিসেম্বর ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি ওমরাহ পালন করে দেশে ফিরেছেন সম্প্রতি। ১৭ই ডিসেম্বর থেকে শুটিংয়ে ফেরার কথা ছিল এ নায়িকার। অভিনেতা ইমনের সঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বিয়ে’ নামের ওয়েব সিনেমায় কাজ করার কথা ছিল তার। কিন্তু শুটিংয়ে ফিরছেন না মাহি। আলোচিত এই অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থতার কারণে ‘কাগজের বিয়ে’ ওয়েব সিনেমাটি আর করছেন না তিনি। সেই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহি। নিজের এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান।

 

মাহি লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ (কাগজের বিয়ে) হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। এর আগে গত ২৪শে নভেম্বর ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। এরপর মরু অঞ্চলে তারা রোম্যান্টিক ভঙ্গিমায় বিভিন্ন ছবি তুলে শেয়ার করেছেন। ভক্তরাও হয়েছিল আনন্দিত। কিন্তু কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মাহির একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে শোনা যায়, মুরাদ তাকে হোটেলরুমে যাওয়ার জন্য জোর করছিলেন। এই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের রেশ ধরে মন্ত্রিত্ব হারান মুরাদ। ওই কলটি ছিল মূলত মুরাদ ও চিত্রনায়ক ইমনের ফোনে। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন। যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দু’জনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। মূলত সেজন্যই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি ইমন। এদিকে মাহির হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়ও রয়েছে।


মন্তব্য
জেলার খবর