ভারতের বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের

১৭ ডিসেম্বর ২০২১

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার দারুণ লড়াইয়ে ১-০ গোলে জিতেছে মারিয়া মান্ডারা। এ জয়ের ফলে ফাইনালে ওঠার দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেল লাল-সবুজের মেয়েরা।

 

শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে দাপটের সাথে খেলেছে মেয়েরা। তবে ভারতের মেয়েরাও কম যায় না। হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদলই। তবে ম্যাচের শুরুতেই জয়সূচক গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের ভেতরে তহুরা খাতুনকে ভারতীয় ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র (১-০)।

 

ম্যাচের ৩৭ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ। আখির দারুণ ফ্রি কিক কোনোমতে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। ৫৭ মিনিটে আবারো আক্রমণে যায় বাংলাদেশ। কর্ণার থেকে হেড করেন নিলুফার। তবে সেটিও রুখে দেন গোলরক্ষক।

 

৬৩ মিনিটে পাল্টা আক্রমণে যায় ভারত। গোলের ভালো সুযোগ তৈরিও করেছিল। গোলটি হলে ম্যাচের ফলাফল হয়ত ড্র হত। কিন্তু ভারতের এ আক্রমণ প্রতিরোধ করেন বাংলাদেশের গোলরক্ষক। তবে কিছুটা ভুলও করে বসেন। অনেকটা এগিয়ে এসেছিলেন। সেই সুযোগে সুমাতি তার মাথার ওপর দিয়ে শট নিয়েছিলেন। তবে লক্ষ্য ঠিক রাখতে পারেনি।

 

ম্যাচের শেষের দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। তবে তাদের সে চেষ্টা ব্যর্থ প্রমাণ করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

 

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ। ভারতের তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপালের পয়েন্ট ৪। এর পরের ম্যাচ তথা বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সে ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌছে যাবে বাংলাদেশের মেয়েরা। তবে হারলেও সুযোগ থাকবে, যদি ভারত পরের ম্যাচে পয়েন্ট খোয়ায়।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর