মন্তব্য
ইরান ও ওমান হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরানের পানিসীমায় যৌথ নৌমহড়া চালিয়েছে। এ নিয়ে নবমবারের মতো দেশ দুটি যৌথ মহড়ার আয়োজন করল। বৃহস্পতিবার দুদেশের যৌথ সামরিক কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।
ওমান ও ইরানের যৌথ নৌ মহড়ায় দেশ দুটির কয়েকটি রণতরী, বেশ কিছু হেলিকপ্টার ও ইরানে তৈরি ড্রোন অংশ নেয়। এ সময় ইরান ও ওমানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন।
দুদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করাই এ মহড়ার উদ্দেশ্য ছিল। এছাড়া সাগরে কিছু প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, অভিজ্ঞতা বিনিময় এবং দু’দেশের নৌবাহিনীর সদস্যদের কার্যক্ষমতাকে আরো শক্তিশালী করা।
আরআই