রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা। রাশিয়া যদি সেরকম কিছু করে বসে, তাহলে মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইইউ নেতারা।
বৃহস্পিতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউয়ের শীর্ষ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন ইউরোপীয় নেতারা। তারা বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও যেন মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ইইউ’র নেতারা আরো বলেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে যেভাবে সামরিক প্রস্তুতি নিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না।
তবে পশ্চিমা দেশগুলোর এ ধরনের অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া অস্বীকার করে আসছে। দেশটি বলছে যে, নিজ দেশের যেকোনো স্থানে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অধিকার মস্কোর রয়েছে।
আরআই