হঠাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করায় হতাহত-২

২৬ ফেব্রুয়ারী ২০২২

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ চলাকালে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করায় বিদ্যুতায়িত হয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সুজন খান (২০) নামের আরেক শ্রমিক। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যুৎ অফিসের সামনেই এ দুর্ঘটনা ঘটে। এদিকে প্রশ্ন উঠেছে হতাহতের এ ঘটনার দায়ভার কার।

জহুরুল যশোরের বিলপাড়া এলাকার ইদ্রিস বিশ্বাসের ছেলে। আর সুজন নড়াইল সদর উপজেলার জুড়লিয়া গ্রামের জাকির খানের ছেলে। তাদের এক সহকর্মী সোহান জানান, তারা কয়েকজন শ্রমিক মিলে লাইন সংস্কারের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। কিন্তু কাজ চলাকালেই তাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এতে লাইনম্যান জহুরুল ইসলাম পড়ে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু এবং আরেকজন আহত হয়েছেন। তারা ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরা হিসেবে কাজ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর