উধাও সাড়ে ৫ হাজার কোটি টাকা

১৮ ডিসেম্বর ২০২১

সুশাসন ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার অব্যাহত চেষ্টা থাকলেও দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এখনও দুষ্টুচক্রের কারসাজি রয়েছে। ফলে গত এক সপ্তাহে সাড়ে ৫ হাজার কোটির বেশি টাকার মুলধন হারিয়েছেন এ বাজারের বিনিয়োগকারীরা। পাশাপাশি বাজারটিতে কমেছে মূল্যসূচক ও লেনদেন।

ব্যাংকের আমানতে সুদ হার কমানোর পর মন্দ মানের কোম্পানির শেয়ার কিনছেন সাধারণ ও ছোট বিনিয়োগকারীদের অনেকে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার সংক্রান্ত চিঠি ইস্যুর পর এ মানের কোম্পানির শেয়ার দর বাড়াচ্ছেন বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী। পক্ষান্তরে কমেছে ভালো মানের কোম্পানির শেয়ার দর। মূলত এসব কারণে  মন্দ মানের কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী হয়ে ওঠছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে তাদের বিপদে পড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকদের অনেকে। যুক্তি হিসেবে বলছেন,  এভাবে চলতে থাকলে এক সময় তাদের কাছে বড় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। জানা গেছে, সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার হাতে না থাকা ২৫ কোম্পানিকে  নিয়ম প্রতিপালনে এক মাসের সময় বেঁধে দেয়া হয় ওই চিঠিতে।  

এদিকে গত সপ্তাহের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি টাকা। সে হিসাবে মূলধন কমেছে ৫ হাজার ৬০০ কোটি টাকা। সপ্তাহজুড়ে শেয়ার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর  কমেছে ২৯৭টির, বেড়েছে  ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে  ৮টির । তিন মূল্যসূচকের মধ্যে ডিএসইএক্স  ১১৬ দশমিক ৫৭ পয়েন্ট,  শরিয়াহ্ ১৩ দশমিক ১৬ পয়েন্ট ও ডিএসই-৩০  ৪৫ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে । অথচ আগের সপ্তাহে  ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট ও শরিয়াহ্  ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছিল। যদিও এ সপ্তাহের মতোই কমেছিল ও ডিএসই-৩০ সূচক, ৩ দশমিক ৭৫ পয়েন্ট।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ২৭ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ৬১ কোটি ৮০ লাখ টাকা।  সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ১২৮ কোটি ৫৩ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭৩৩ কোটি ৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ টাকা- লেনদেন কমেছে ১ হাজার ৫৭৫ কোটি ৯৩ লাখ টাকা।

ওদিকে ডিমিউচুয়ালাইজেশনের বিধিবিধান মেনে পরিচালিত হচ্ছে কি-না, সেজন্য ডিএসই কার্যক্রম নিরীক্ষা (কমপ্লায়েন্স অডিট) করানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠিত নিরীক্ষা প্রতিষ্ঠানকে দিয়েই এ নিরীক্ষা করানো হবে। এছাড়া ডিএসইতে নিরীক্ষক নিয়োগ দেবে বিএসইসি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর