কয়েদির পোশাকে আদালতে সু চি

১৮ ডিসেম্বর ২০২১

এবার তয়েদির পোষাকে মিয়ানমারের গণতন্ত্র পন্থী নেত্রী অং সাং সুচিকে আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার আদালতে তাকে সাদা ব্লাউজ আর বাদামি ডোরাকাটা লুঙ্গি পরিয়ে হাজির করা হয়। এটি মিয়ানমারের কয়েদিদের পোশাক। কয়েদির পোশাকের ওপর ঠাণ্ডার কারণে একটি ওভারকোট পরতে দেখা গেছে। খবর রয়টার্সের।

 

রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়, ৭৬ বছর বয়সী নোবেলজয়ী সু চিকে উসকানি ও করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে কারাদণ্ড দেয় সামরিক সরকারের বিশেষ আদালত। প্রথমে চার বছরের কারাদণ্ড দেয়া হলেও পরে তা কমিয়ে দুবছর করা হয়। তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

 

এবছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেদিনই সু চি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। সু চিকে তখন থেকেই বন্দী করে রাখা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর