রামপালে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২৬ ফেব্রুয়ারী ২০২২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাইতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের গিলাতলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয় ৷

পুলিশ এবং স্থানীয়রা জানায়, খালটিতে লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী ৷ ভিকটেমের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দিন জানান,  লাশটি বাগেরহাট সদর অথবা মোড়লগঞ্জ থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর