মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১২২ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৭। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৭।
করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তিনজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, একজনের বেসরকারি হাসপাতালে। খুলনা বিভাগে দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। অন্য পাচ বিভাগ কেউ মারা যায়নি।
আরআই