ওমিক্রন রুখতে নেদারল্যান্ডসে আজ থেকে কঠোর লকডাউন

১৯ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দেশে দেশে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। ওমিক্রনের সংক্রমন রোধে ইতোমধ্যে দেশটি লকডাউন ঘোষণা করেছে। আজ রোববার থেকে কার্যকর হবে এ লকডাউন। খবর বিবিসির।

 

পূর্বে লকডাউন ঘোষণা করা হলেও এবারের মতো এতো কড়াকড়ি আরোপ করা হয়নি। এবারের লকডাউন কমপক্ষে আসন্ন জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে। জরুরি নয় এমন সব দোকানপাট, পানশালা, শরীরচর্চা কেন্দ্র, সেলুনসহ অন্যান্য গণজমায়েতস্থল বন্ধ থাকবে। বাসাবাড়িতে দুজনের বেশি অতিথি আসতে পারবে না। তবে, ছুটির দিনে চার জনের আসার অনুমতি থাকছে।

 

এমন কঠোর বিধিনিষেধ আরোপ ‘অনিবার্য’ ছিল বলে মন্তব্য  করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট।

 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে লকডাউন আরোপ করে দেশটি। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্য হেগ শহরের সড়কে বাইসাইকেলে আগুন দেন বিক্ষুব্ধরা। সেখানে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়া হয়। রটারডাম শহরে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পুলিশ ফাঁকাগুলি ছোড়ে। 

 

সে সময় পুলিশ জানিয়েছিল, দ্য হেগে রোগী বহন করা একটি অ্যাম্বুলেন্সের জানালায় বিক্ষোভকারীদের কেউ একজন পাথর ছুড়ে মারেন। এ ছাড়া বিক্ষোভে পাঁচ জন পুলিশ আহত হন। অন্তত তিন জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্য হেগে জরুরি অবস্থা জারি করা হয়।


মন্তব্য
জেলার খবর