ছোট পর্দার সাড়া জাগানো নায়িকা মেহজাবীন চৌধুরী। সম্প্রতি পর্দা থেকে একটু বাইরে রয়েছেন। অভিনয় থেকে কিছুটা যেন বিরতি নিয়েছেন। বিরতির ফাঁকে কী কাজ করছেন বা কী কারণে তিনি পর্দার বাইরে রয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি এ অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তার এক ছবি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের সাথে শনিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রাগে ছবিটি পোস্ট করে মেহজাবিন লিখেছেন, ‘ভালোই লাগে।’ রাজীবের তোলা সেলফিতে হাস্যোজ্জ্বলরূপে ধরা দিয়েছেন মেহজাবীন।
রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন বহুদিনের। এবার যেন তাতে ঘি ঢালা হলো। আরো জোরে-সোরে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেউ ভাবছেন এবার হয়ত সেই গুঞ্জন স্বীকারই করে নিলেন এ অভিনেত্রী।
জনপ্রিয় নির্মাতা রাজীবের ইনস্টাগ্রামের ওয়ালজুড়ে রয়েছে মেহজাবীনের বেশ কিছু ছবি। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের এক সঙ্গে দেখা গেছে।
আরআই