বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

১৯ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন আইন উপদেষ্টা পদে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি, ২০২১।

 

প্রার্থীকে আইনজীবী হিসেবে পাঁচ বছর হাইকোর্ট ডিভিশনে কাজ করার অভিজ্ঞতাসহ থাকতে হবে। কমপক্ষে ১০ বছরের আইন প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ও আপিল বিভাগে মামলা পরিচালনার সনদ ও আইন পেশায় নিয়োজিত অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।

 

যেভাবে আবেদন

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে চার কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ইনস্টিটিউটের পক্ষে পরিচালিত নিম্ন ও উচ্চ আদালতে মামলার হাজিরা, জবাব দাখিল, শুনানি, প্লেইন্টের খসড়া তৈরি ও দাখিল, কনটেম্পটের জবাব দাখিল, আপিল ও রিভিউ দাখিল, আপিল ও রিভিউয়ের জবাব দাখিল, নথিতে মতামত প্রদান ইত্যাদি বিষয়ে দাবি করা ফিসের হার আইটেম ওয়ারি আবেদনপত্রের সঙ্গে উল্লেখ করতে হবে। আবেদনকারীকে হাইকোর্টে চেম্বার, সহকারী ও অন্যান্য সুবিধা প্রদানে সক্ষম হতে হবে এবং আবেদনে তা উল্লেখ করতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-১৭০১।

 

আরআই


মন্তব্য
জেলার খবর