ইউপিতে শেষ ধাপের ভোট ৩১ জানুয়ারি

১৯ ডিসেম্বর ২০২১

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ  ধাপের ভোট হবে আগামী  ৩১ জানুয়ারি। এ ধাপের নির্বাচনে ২১৯টি ইউনিয়নে ভোট হবে। এরপর নির্বাচন উপযোগী হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে সময়ে সময়ে ভোটগ্রহণ করবে ইসি। শনিবার শেষ ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

তফসিল অনুযায়ী,  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ জানুয়ারি, যাচাই-বাছাই ৬ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। তফসিল ঘোষণার আগে নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ইসি  সচিব জানান, বর্তমান কমিশনের অধীনে আর কোনও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে না- এটা বলা যাবে না। তবে ধাপ হিসেবে এটিই শেষ বলা যায়।

ইসি জানিয়েছে, সারাদেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার ৫৭৮টি। এর মধ্যে এবার সবগুলো ধাপ মিলে ৩ হাজার ৯৯২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করেছে এ কমিশন। ইতোমধ্যেই ৩ ধাপে দুই হাজার ২২৬টিতে ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০টি ও  পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিবষদের ভোট হবে ২৬ ডিসেম্বর ও ৫ জানুয়ারি। নির্বাচন উপযোগী ১০৬টিতে ইউনিয়ন পরিষদে ভোটের বিষয়ে পরবর্তীতে কমিশনের সভায় সিদ্ধান্ত হবে।  

এমকে


মন্তব্য
জেলার খবর