মন্তব্য
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম নুরুল ইসলাম (৫০), তিনি দুর্ঘটনা কবলিত শ্যামলী বাসের চালক ছিলেন, দিনাজপুরের সদর উপজেলার নিউটাউন গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে তিনি।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের সাথে গাজীপুরগামী সুর্য পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
দীপক কুমার সরকার/এমকে