মন্তব্য
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মিজানুর রহমান মুন্না (২১) নামের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিক শহরের কাটনারপাড়া এলাকার একটি মেস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মুন্না বগুড়ার ব্রাইট পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম এলাকার তোজাম্মেল সরকারের ছেলে। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ।
বগুড়া সদরের ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, সুরতহালে তার শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দীপক কুমার সরকার/এমকে