অবশিষ্ট অরক্ষিত সীমান্তও শিগগিরই আসবে নজরদারির আওতায়

১৯ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রায় সাড়ে ৫শ’কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে ৪ শতাধিক কিলোমিটার ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই অবশিষ্ট প্রায় দেড়শ’ কিলোমিটার নজরদারির আওতায় আনা হবে। রোববার (১৯ ডিসেম্বর) ‘বিজিবি দিবস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার  সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী জানান, ভারত ও মিয়ানমার সীমান্তে ৪টি ব্যাটালিয়ন এবং সুন্দরবন এলাকায় ২টি ভাসমান বিওপিসহ মোট ৬২টি বিওপি তৈরির মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে এ ৪ শতাধিক কিলোমিটার।  সীমান্ত বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে এ বাহিনীকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ প্রণয়নসহ ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১’এর পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাহিনীকে আরও গতিশীল করতে ৫টি রিজিয়ন, সেক্টর এবং ইউনিটের মাধ্যমে কমান্ড স্তরে ভারসাম্য সৃষ্টি করা হয়েছে । ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৩৩ হাজারের বেশি জনবল নিয়োগ করা হয়েছে, আরও ১৫ হাজার জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিজিবিতে ২টি অত্যাধুনিক এম-১৭১ই হেলিকপ্টার সংযোজন করা হয়েছে। অতি পুরাতন ট্যাংক বিধ্বংসী অস্ত্র বিলুপ্ত করে তদ্বস্থলে ১৪টি আধুনিক ও যুগোপযোগী অ্যান্টি-ট্যাংক গাইডেড উইপন্স সংযোজন করা হয়েছে। এতে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সৈনিকদের মনোবল ও কর্মোদ্দীপনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম। বিজিবি সদস্যদের প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গা জেলায় নতুন করে একটি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

সরকার প্রধান জানান, সদর দফতর পিলখানায় একটি অত্যাধুনিক সীমান্ত সম্মেলন কেন্দ্র নির্মাণসহ ৪টি সৈনিক ব্যারাক এবং সব রিজিয়ন-ব্যাটালিয়নের আবাসন ও অন্যান্য সুবিধা বৃদ্ধিকল্পে মোট ১১৩টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিজিবি হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলেও তার ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর