২৮ ডিসেম্বরের আগে বুস্টারের নিবন্ধন করা যাবে না অ্যাপে

১৯ ডিসেম্বর ২০২১

আগামী ২৮ ডিসেম্বরের আগে করোনা প্রতিরোধী টিকা বুস্টার ডোজের নিবন্ধন ‘সুরক্ষা অ্যাপে’  করা যাবে না। নিবন্ধন করা না গেলেও মধ্যবর্তী এ সময়টায় বুস্টার ডোজের কার্ক্রম ঠিকই চলবে। আর নিতে চাইলে এ সময়ে আগের টিকা কার্ডের মাধ্যমে নেয়া যাবে এ ডোজ। রোববার এ ডোজের টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানী ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান'স অ্যান্ড সার্জন'স (বিসিপিএস) মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান,  সুষ্ঠুভাবে এ কার্যক্রম চালাতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ডিসেম্বরের আগে তারা অ্যাপটা আপডেট করতে পারবে না। তিনি জানান, প্রস্তুতি পুরোটা শেষ না হলেও  ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দিতে প্রয়োজনী সব প্রস্তুতি নেয়া হচ্ছে।  ডব্লিউএইচও'র প্রটোকল অনুযায়ী  বুস্টার ডোজ দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ফাইজারের টিকা দেয়া হবে। ডব্লিউএইচও বলেছে, যারা অন্যান্য টিকা নিয়েছে, তারাও বুস্টার হিসেবে ফাইজারের টিকা নিতে পারবে। মডার্নাও বুস্টার ডোজ হিসেবে দেয়া যায় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর