বেড়েছে দৈনিক শনাক্তের হার

১৯ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার চেয়ে করোনা রোগী শনাক্তের হার বেড়েছে, বেড়েছে করোনা রোগী শনাক্তের সংখ্যাও। ১ দশমিক ২২ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, শনাক্ত হয়েছে ২১১ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৭, শনাক্ত হয় ১২২ জন। স্বাস্থ্য অধিদফতরের শনিবার ও রোববার সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১ জন করোনা রোগী মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৬৮ জন। এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৮ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১২ লাখ ৬৬ হাজার ৭৪টি। শনাক্তে হার ১৪ দশমিক তিন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৩৪৭টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৩৩২টি। মারা যাওয়া ১ জন পুরুষ, ঢাকা বিভাগের বাসিন্দা এবং চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

এমকে


মন্তব্য
জেলার খবর