উন্নয়ন অস্বীকারও দেশবিরোধী ষড়যন্ত্র: ওবায়দুল কাদের

১৯ ডিসেম্বর ২০২১

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির স্বীকৃতি দিলে ভবিষ্যৎ বিনির্মাণ গতিশীল হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, উন্নয়ন ও অগ্রগতিকে অস্বীকার করাও এক ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল। আর ষড়যন্ত্রের রাজনীতিতে পুরো অন্ধত্বের কারণে কোনও উন্নয়ন ও প্রগতি বিএনপি নেতাদের চোখে পড়ে না। রোববার (১৯ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ‘স্বাধীনতার ৫০ বছরে কোনও প্রাপ্তি খুঁজে পাইন ‘ বিএনপি মহাসচিবের করা এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ‍এ বিবৃতি দেন।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। আর উন্নয়নের মাইলফলক স্পর্শকারী অসংখ্য প্রাপ্তি বিএনপি নেতাদের চোখে পড়ে না। রাজনৈতিক হীনম্মন্যতার কারণে অর্জিত এ সাফল্যে বিচলিত হয়ে পড়ে তারা। দেশের সাফল্যকে নিজেদের পরাজয় মনে করে, এমনকি সত্যকে স্বীকার করার সাহস পর্যন্ত রাখে না তারা।

বিএনপি মহাসচিবের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, যারা (বিএনপি) মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপরাজনীতিতে লিপ্ত; ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্যই স্বাভাবিক। বিবৃতিতে ষড়যন্ত্র, অপকৌশল ও অপপ্রচারের রাজনীতি পরিত্যাগ করে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে বিএনপির প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর