শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আট জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জনের। শনাক্তের হার চার দশমিক ১৫ । আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৪৩ জন। শনিবার বিকালে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫৪।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহিত হয়েছে ১৮ হাজার ৩৭৫টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০৫টি। মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী তিনজন। বিভাগের মধ্যে চট্টগ্রামের তিনজন, ঢাকা ও রংপুরে দুজন করে আর খুলনায় একজন রয়েছেন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন।
এমকে