বিয়ের পরই সালমানের সাথে ক্যাটরিনা

২০ ডিসেম্বর ২০২১

বলিউড অভিনেতা ভিকি কৌশলের সাথে সাত পাঁকে বাধা পড়েছেন আরেক সুপার স্টার ক্যাটরিনা কাইফ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার কাজে ফেরার পালা। শুটিংয়ে ফিরেই জুটি বাঁধলেন পুরোনো প্রেমিকের সাথে। সেই পুরোনো পেমিক হলেন বলিউড কাঁপানো সালমান খান।

 

বলিউড ভাইজানের সঙ্গে ‘টাইগার থ্রি’ দিয়ে বিবাহিত ক্যাটরিনা প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। তবে সালমানের সঙ্গে কাজে ফিরলেও তাকে কিন্তু নিজের বিয়েতে দাওয়াত করেননি ক্যাটরিনা। তাই বলে সাবেক প্রেমিকা ও প্রিয় সহকর্মীর জন্য দামি গিফট পাঠাতে ভোলেননি ভাইজান। ক্যাটরিনার বিয়েতে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন।

 

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ও ২০১৭ সালের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র ব্যাপক সাফল্যের পর আসতে যাচ্ছে ‘টাইগার থ্রি’। আগের দুই কিস্তির মতো এই পর্বেও জুটি সালমান-ক্যাটরিনা। থাকবে আগের মতোই টানটান গল্প ও ধুন্ধুমার অ্যাকশন।

 

মনীশ শর্মা পরিচালিত গুপ্তচর থ্রিলারটিতে ইমরান হাশমি ও নওফল আজমির খানকেও দেখা যাবে। তারা দুজন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাতে ইমরান একজন পাকিস্তানি আইএসআই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।

 

রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া ও মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে। শেষ লটের শুটিং হবে দিল্লিতে। টাইগার সিরিজের এই সিনেমার শুটিং করতেই দিল্লি যাত্রা এই দুই তারকার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২২ সালের শুরুতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর