বড় পতন সূচকের

২০ ডিসেম্বর ২০২১

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় পতন দেখা গেছে সূচকের। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর। কমেছে আগের কার্যদিবসের (বুধবার) তুলনায় লেনদেনও, পরিমাণে- ২১ কোটি ১৮ লাখ টাকা।

তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৮৪ দশমিক ৯৮ পয়েন্ট, ডিএসইএস ১৯ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট ও ডিএস-৩০  ৩৮ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স ছয় হাজার ৭৮৩ দশমিক ১৯ পয়েন্টে, ডিএসইএস  এক হাজার ৪৪৩ দশমিক ২৪ পয়েন্টেও ডিএস-৩০ সূচক  দুই হাজার ৫৪৭ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর  কমেছে ২৬৬টির, বেড়েছে ৮৭টির এবং  অপরিবর্তিত থাকে বাকি ২৫টির। লেনদেন হয় ৭৮৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমান ছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনে টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড-  লেনদেন হয় ৭৩ কোটি তিন লাখ টাকার শেয়ার।  দর বৃদ্ধির শীর্ষে থাকে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড- দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর