ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

২০ ডিসেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। স্মারকলিপি দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শেরপুর বাসস্ট্যাণ্ডে মানবন্ধন হয়। মানবন্ধনের পরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে দেয়া হয় স্মারকলিপি। তার আগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও ক্ষেত মজুর সমিতি শেরপুর উপজেলা শাখা।

ক্ষেত মজুর সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবির শেরপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, কৃষক সমিতি বগুড়া জেলার সভাপতি সন্তোষ পাল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সন্তোষ সিং, জান মাহাতো, কমল সিং, মো. আলম, আব্দুস ছালাম প্রমুখ।

বক্তরা বলেন, অধিকাংশ সময়ই স্থানীয় প্রভাবশালীরা আদিবাসীদের উচ্ছেদসহ ভূমি দখলের পায়তারা করে। তারই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর শেরপুরের মির্জাপুরের পুরাতন হাটখোলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে হামলা চালানো হয়েছে। এতে নারী-শিশুসহ ১৫ জনের অধিক অধিবাসী আহত হয়েছেন। এদের দুইজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের নির্লিপ্ততার কারণে হামলার সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রাণনাশের হুমকী দিচ্ছে। বক্তরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি দখলকৃত খাস জমি উদ্ধার করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বরাদ্দ প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর