দরিদ্র মানুষকে আর দরিদ্র থাকতে দেবো না: প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর ২০২১

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য পূরণে তার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের দরিদ্র মানুষকে আর দরিদ্র থাকতে দেবো না। ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্ত হবে মানুষ, পাবেন উন্নত ও সমৃদ্ধ জীবন। স্বাধীনতার লক্ষ্য ও আদর্শ অর্জনে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের বিজয়ের ফসল পৌঁছাবে প্রতিটি মানুষের ঘরে।

সোমবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে  এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও উন্নত জীবন পাবে- এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবচেয়ে বড় অর্জন- উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি আমরা। সমৃদ্ধ ও উন্নীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ- এটাই আমাদের লক্ষ্য। জাতিসংঘ ঘোষিত এসডিজি ২০৩০ সালের মধ্যেই অর্জন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা প্রদত্ত সংবিধানে থাকা চার মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মেনেই দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে তার সরকার। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-  বঙ্গবন্ধুর এ নীতি অনুসরণ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছে সরকার। সরকার প্রধান তার বক্তব্যে বাংলাদেশে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কথাও তুলে ধরেন।

এমকে


মন্তব্য
জেলার খবর