পৌষের প্রথম সপ্তাহেই দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। মৃদু থেকে মাঝারী ধরনের এ শৈত্য প্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে, সম্ভাবনা আছে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার। শৈতপ্রবাহের প্রভাবে ৮ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, এ ছাড়াও ১০-এর ঘরে আছে আরও ৮ জেলার তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট সূত্র বলছে এ কথা।
আবহাওয়া অধিদফতরের হিসাবে- গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে এ শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস- চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রার গড় ১৭ দশমিক ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, কমতে পারে দিনের তাপমাত্রাও।
এমকে