দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। শনাক্ত হয়েছেন ২৬০ জন, মারা গেছেন দুই জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ২১১ ও একজন। স্বাস্থ্য অধিদফতরের রোববার ও সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতেরর হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫০ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি। শনাক্তের হার ১৪ দশমিক এক।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এক দশমিক ৩০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ১০৫টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি। মারা যাওয়া দুইজনই পুরুষ। বিভাগের মধ্যে তাদের একজন ঢাকার আর আরেকজন রংপুরের বাসিন্দা। চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে