চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই ৫২ ইউপিতে

২০ ডিসেম্বর ২০২১

পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি কোনও প্রার্থী নেই। এছাড়া ৩২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং ১০৯টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। এ ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে সোমবার (২০ ডিসেম্বর) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতেই পাওয়া গেছে এ তথ্য। চলমান ইউপি নির্বাচনে সব মিলিয়ে ২৯৩ জন প্রার্থী বিনা ভোটে জনপ্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন। আগামী ৫ জানুয়ারি এ ধাপে নির্বাচনের ভোট হবে।

ইসির হিসাবে, প্রার্থিতা প্রত্যাহার শেষে এ ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে চতুর্থ ধাপে ৪৮ জন, তৃতীয় ধাপে ১০০ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও প্রথম ধাপে ৭১ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর