পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি কোনও প্রার্থী নেই। এছাড়া ৩২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং ১০৯টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। এ ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে সোমবার (২০ ডিসেম্বর) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতেই পাওয়া গেছে এ তথ্য। চলমান ইউপি নির্বাচনে সব মিলিয়ে ২৯৩ জন প্রার্থী বিনা ভোটে জনপ্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন। আগামী ৫ জানুয়ারি এ ধাপে নির্বাচনের ভোট হবে।
ইসির হিসাবে, প্রার্থিতা প্রত্যাহার শেষে এ ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে চতুর্থ ধাপে ৪৮ জন, তৃতীয় ধাপে ১০০ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও প্রথম ধাপে ৭১ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এমকে