কীসের সংলাপ, প্রশ্ন রিজভীর

২০ ডিসেম্বর ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে এখনও আইন করা হয়নি। এছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থাও করা হয়নি। তাহলে রাষ্ট্রপতি কীসের সংলাপ করছেন?

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রশ্ন রাখেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রিজভী। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সোমবার (২০ ডিসেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্াক্রমে সংলাপ করছেন রাষ্ট্রপতি।

রিজভী বলেন, সংলাপ বর্তমান সরকারের রাষ্ট্রপতি ডেকেছেন। সুতরাং সরকারের কথার বাইরে এক ধাপও এগোতে পারবেন না তিনি। তিনি জানান,  রাষ্ট্রপতি দেশের অভিভাবক। সারা জাতি কী চান, তাদের কন্ঠ থেকে কী শব্দ বের হচ্ছে— এটা একজন অভিভাবকের বোঝার কথা। এর আগে খুলনা জেলা মহানগর নবগঠিত কমিটির (আংশিক) নেতাদের সঙ্গে নিয়ে  জিয়াউর রহমানের সমাধিতে যান রিজভী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর