নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই কমিশন নিয়োগে আইন প্রণয়ন করা দরকার বলে মনে করছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। তারা মনে করছে, আইন করার মতো এখনো সময় রয়েছে। আর সরকার যদি মনে করে, এখন আইন করা সম্ভব নয়। তাহলে রাষ্ট্রপতি এ বিষয়ে অধ্যাদেশ জারি করে করতে পারেন, পরবর্তীতে সেটি আইনে পরিণত করা যাবে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বসা সংলাপে এ বিষয়গুলো জানিয়েছে দলটি। তবে এ সময়ে আইন প্রণয়ন না করা গেলে আর নির্বাচন কমিশন গঠনে আগের দু’বারের মতো সার্চ কমিটি গঠন করা হলে কমিটিতে সদস্য হিসেবে রাখতে নিজেদের চার জনের নাম প্রস্তাব করেছে দলটি। সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জাপা চেয়ারম্যানের দেয়া তথ্যে এসব জানা গেছে।
সোমবার বিকালে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সংলাপ হয়। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে এ সংলাপের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। আমন্ত্রণ পেয়ে প্রথম দিনের সংলাপে যায় জাপার ৮ সদস্যের সংলাপ প্রতিনিধি দল, নেতৃত্ব দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। পর্ায়ক্রমে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ায় নতুন নির্বাচন কমিশন গঠন করতে হচ্ছে তার আগেই। কারণ মেয়াদ শেষের পরদিনই নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।
জাপা চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বৈঠক হয়েছে। রাষ্ট্রপতিকে ৩টি প্রস্তাব দিয়েছি। তবে প্রস্তাব করা ৪ জনের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন জিএম কাদের।
এমকে