মাগুরা প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মাগুরার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় হয়, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। মতবিনিময়কালে জেলার উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ, অভিযোগ ও সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক।
মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অনুপস্থিতিসহ বিভিন্ন সমস্যা, হাইওয়ে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড, নদী থেকে বালু উত্তোলন, রাস্তাঘাটে নিম্নমানের কাজ, ঢাকা রোডে কাঁচা বাজার বসার কারণে যানজটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকেরা। এ সময় মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, শিক্ষা, কৃষি, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদেরকে “শস্যে ভরা বাঁওড়ে ঘেরা মোহনীয় মাগুরা”সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংবলিত দুটি বই উপহার দেয়া হয়।
আলী আশরাফ/ এমকে