দেশে তৈরি জিনিস ব্যবহার করতে চাই: অর্থমন্ত্রী

২০ ডিসেম্বর ২০২১

দেশে তৈরি জিনিস আমরা ব্যবহার করতে চাই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, আমদানি করলে সহজেই করা যায়। কিন্তু আমরা আমদানিকৃত পণ্য দেখতে চাই না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো। সোমবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষ সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।

‘মেড ইন বাংলাদেশ ইজ অ্যা কনসেপ্ট, ফিলোসফি’- ইংরেজিতে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আগামী ৫০ বছরকে সামনে রেখে এ ধরনের ফিলোসফি ধারণ করছি আমরা। চলতি অর্থবছরে শতভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী মুস্তফা কামাল জানান, বর্তমান অর্থবছরে আমাদের প্রাক্কলিত প্রবৃদ্ধি রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আমাদের এক্সপোর্টও বেড়েছে, যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে। বিশ্বের মানুষ মনে করে আমাদের অগ্রগতি ও অর্জন-  বিস্ময়ের বিষয়- যোগ করেন অর্থমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর