৯০ হাজার মে. টন ইউরিয়া কিনবে সরকার

২০ ডিসেম্বর ২০২১

চাহিদার যোগান দিতে ৯০ হাজার মে. টন ইউরিয়া সার কিনবে সরকার। এ জন্য সরকারের ব্যয় হবে ৭২৯ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৬৮৭ টাকা। সোমবার (২০ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে তিনিই সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে এ সার কেনা হবে। প্রতিটিতে ৩০ হাজার মে. টন করে তিনটি লটে এ সার কেনা হবে।

তিনি জানান, কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় বিসিআইসি মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার ২৪৮ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬৬৫ টাকায় আমদানি হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ২৩৩ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৬৮৭ টাকায় কেনা হবে, বাকি ৩০ হাজার মেট্রিক টন ২৪৭ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৩৩৫ টাকায় বিসিআইসি মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় আমদানি  হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর