পৌষের প্রথম সপ্তাহেই দেশে জেঁকে বসছে শীত। উত্তর ও দক্ষিণ-পশ্চিমের কয়েক জেলায় বইছে মৃদ থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ। এটা আরও ছড়িয়ে পড়তে পারে, সেই সঙ্গে আরও দু’দিন অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের বাইরের জেলাগুলোয় গড় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। শৈত্যপ্রবাহের খবরসহ এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।
এদিকে শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন, প্রয়োজন মতো শীতবস্ত্রের অভাবে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছিন্নমুল মানুষদের, বিশেষত পথশিশুদের। পেশাগত কাজের সময় ভোগান্তির শিকার হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতকালীন জ্বর,সর্দি-কাশির প্রকোপ। সূর্র দেখা মিললেও হাড় চিন চিন শীতে বেকায়দায় পড়েছেন বয়স্করা, ভোগান্তির শিকার হচ্ছে ৬ বছরের কম বয়সের শিশুরাও। শীতার্থদের মাঝে ইতোমধ্যেই শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানা গেছে। অন্যদিকে শীত থেকে সুরক্ষিত রাখতে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন- সামান্য গরম পানিতে একদিন অন্তর গোসল করাতে ও প্রয়োজন মতো শীতের কাপড় পরিধান করাতে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে- গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা। দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায়। এছাড়া যশোরে ৭ দশমিক ৪, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮, ঈশ্বরদীতে ৯, রাজশাহীতে ৯ দশমিক ৪, রাজারহাটে ৯.৫, বদলগাছিতে ৯.৮, বরিশালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর ১০-এর ঘরেই রয়েছে মাদারীপুর, গোপালগঞ্জ, তাড়াশ, ডিমলা, মোংলা, সাতক্ষীরা ও কুমারখালীর তাপমাত্রা।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদফতরের হিসাবে বড় এলাকাজুড়ে তাপমাত্রা সর্বনিম্ন ৬ ডিগ্রিতে নামলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ গণ্য করা হয়।
এমকে