নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিএইসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। আইন মেনে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ৫ সদস্যের এ ইসি গঠন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ইসির অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে সাবেক সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা আহসান হাবীব খান ও সাবেক সচিব মো. আলমগীর।
প্রসঙ্গত, সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের ১০ জনের নাম সুপারিশ করতে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেছিলেন রাষ্ট্রপতি। গত পরশু এ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করে। ৬ সদস্যের সার্চ কমিটির প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এমকে