লেনদেন বেড়েছে প্রায় ২১ কোটি টাকা

২১ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় সোমবার বেড়েছে লেনদেন, পরিমাণে ২০ কোটি ৯৫ লাখ টাকা। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরপতনে বড় পতন হয়েছে সূচকের।

লেনদেন হয় ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ  হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকার। সোমবার  তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ছয় হাজার ৭৩৬ দশমিক ৫৫ পয়েন্টে, ডিএসইএস ১০ দশমিক ৫৯ পয়েন্ট কমে এক হাজার ৪৩২ দশমিক ৬৫ পয়েন্টে ও ডিএস-৩০ ১৯ দশমিক শূন্য চার পয়েন্ট  কমে দুই হাজার ৫২৮ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়ায়।

শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪১টির, বেড়েছে ১০০টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩৩টির। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- লেনদেন হয় ১২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড- ৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পায় দর।

এমকে


মন্তব্য
জেলার খবর