বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন দীর্ঘ সময় ধরে। ঘরে বসেই দেখতে হয়েছে বিশ্বকাপের মতো বড় আসরের খেলা। কিছুটা সুস্থ হয়ে এবার অনুশীলন করলেন। দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি।
আঙুলের চোট সারিয়ে মিরপুরের ইনডোরের মাঠে সোমবার প্রথম ব্যাট করেন বাঁহাতি এই ওপেনার। দেখে মনে হয়েছে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি।
গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চিড় ধরা পড়ে আঙ্গুলে। অস্ত্রোপচার করানো লাগতে পারে এমন ভাবনা নিয়েই ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু স্ক্যান রিপোর্টে চিড় প্রায় সেরে ওঠে। চিকিৎসক একমাস বিশ্রামে থাকতে বলেন। কিন্তু সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেছেন তামিম। তবে শুরুতে হালকা ব্যাটিং করবেন।
ধীরে ধীরে মূল ধারায় ব্যাটিং শুরু করবেন। এদিন শুধু স্পিনারদের মোকাবেলা করেছেন। কয়েকদিন পর মুখোমুখি হবেন দ্রুতগতির বোলারদের। প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়েন তিনি।
আরআই