বৃটেনে একদিনে প্রায় ১ লাখ করোনা শনাক্ত

২১ ডিসেম্বর ২০২১

বৃটেনে ফের করোনাভাইরাসের মারাত্মক প্রকোপ শুরু হয়েছে। দেশটিতে একদিনে করোনা সংক্রমিত হয়েছে ৯১ হাজার ৭শ’ ৪৩ জনের মধ্যে। গত এক সপ্তাহে কোভিডের সর্বোচ্চ সংক্রমণ এটি।

 

একই দিনে করোনায় মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে ওমিক্রনে মারা গেছেন ১২ জন। সর্বমোট ১০৪ জনের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য জানিয়েছেন।

 

দেশটিতে করোনা সংক্রমণ ক্রমশ আগের রূপে ফিরতে শুরু করেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় লকডাউন জারির জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে চাপ দিয়ে যাচ্ছেন মন্ত্রীসভার একাংশ।

বিজ্ঞানীরাও ভয় পাচ্ছেন, এ হারে সংক্রমণ চলতে থাকলে দ্রুতই হাসপাতালগুলো ভরে উঠতে পারে। বর্তমানে বৃটেনে মোট ৪৫ হাজার ১৪৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর