করোনার নতুন ধরণ ওমিক্রন উদ্ভুদ পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশ লকডাউনে গেলেও বাংলাদেশে লকডাউন চান না স্বাস্থ্যমন্ত্রী। তিনি করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনেই রাজনৈতিকসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সমালোচনাও করেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী নিজেই।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষায়, দেশে ওমিক্রন নেই, সেভাবে ওমিক্রন ছড়ায়নি। কিন্তু করোনা (অন্য ভ্যারিয়েন্ট) আছে। ডেলটা ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান- রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে মাস্ক পরা হচ্ছে না। এতে সংক্রমণ বাড়ার সুযোগ রয়েছে। ওমিক্রন প্রতিরোধে করণীয় বিষয়ে আমাদের মনোযোগ বেশি। বর্ডারে ও বিমানবন্দরে স্ক্রিনিং জোরদারসহ অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। বেশি রোগী থাকা হাসপাতালগুলোতে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। কারও শরীরে ওমিক্রম থাকলে শনাক্ত করা যাবে।
এমকে