মানুষকে বিভ্রান্তের অপচেষ্টায় লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের

২১ ডিসেম্বর ২০২১

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দলের চলমান সংলাপকালে বিএনপি মানুষকে বিভ্রান্ত করার এক ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এ মুহূর্তে দেশের প্রচলিত গণতান্ত্রিক রীতি ও সংবিধানের বিপরীতে চিরাচরিতভাবে অবস্থান নিয়েছে তারা। অতীতের মতোই হত্যা, ক্যু, ষড়যন্ত্র, চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় দলটি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া ওবায়দুল কাদেরের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনও নির্বাচন, সংবিধান ও প্রচলিত গণতান্ত্রিক রীতি-নীতি ও নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না। দেশের জনগণ “সাদেক আলী-আজিজ মার্কা” নির্বাচন কমিশন গঠনের কথা ভুলে যায়নি। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই, সংবিধান ও গণতান্ত্রিক রীতি-নীতি অনুসরণ না করেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ কমিশন গঠন করেছিল। দেশের মানুষ সেটা প্রতিহত করে এবং শেখ হাসিনার নেতৃত্বে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে। তিনি জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে একটি স্বতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করে। ২০১২ ও ২০১৭ সালে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সম্মত নির্বাচন কমিশন গঠনের অনন্য নজির স্থাপিত হয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, বিএনপি তা অনুসরণ করবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর