বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে নিজেদের শাখা খুলেছে পূবালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২১ ডিসেম্বর) শহরের ধুনটমোড় এলাকায় এ শাখার উদ্বোধন করা হয়। গ্রাহক সেবা সহজতর করতে ৪৮৭ তম এ শাখা খোলা হয় বলে জানা গেছে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবশাখার ব্যবস্থাপক হুমায়ুন কবীর তালুকদার। বক্তব্য দেন- ব্যাংকটির বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক হাসান ইমাম, বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মো. সালামুজ্জামান, বগুড়া শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর সামস চৌধুরী, শিনু গ্রুপের স্বত্তাধিকারী শফিকুল ইসলাম শিরু, সততা ট্রেডার্সের স্বত্তাধিকারী ব্যবসায়ী এ কে এম আসাদুজ্জামান প্রমূখ। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলার শাখা ব্যবস্থাপক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীপক কুমার সরকার/এমকে