গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। শনাক্ত হয়েছে ২৯১ জন, মারা গেছেন একজন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ২৬০ জন, মারা যায় দুই জন। স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবার ও সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এক দশমিক ৩৯ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬১টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯০৯টি। মারা যাওয়া একজন পুরুষ, সিলেট বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ছয় হাজার ৯৩৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৯।
এমকে