আন্দোলন বাধাগ্রস্তের ঢাল হিসেবে ওমিক্রনকে ব্যবহার করছে সরকার

১১ জানুয়ারী ২০২২

নিজেদের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ‘কোভিড-১৯ এবং ওমিক্রন’ কে সরকার ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মনে করছে বিএনপি। বলছে, এ রোগ প্রতিরোধে উম্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অথচ বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, বদ্ধ স্থানের চেয়ে উম্মুক্ত স্থানে ওমিক্রন ও কোভিড-১৯ এর বিস্তারের সম্ভাবনা কম। তাই সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তটি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সরকারি অপপ্রয়াস বলেই ভাবছে তারা। মঙ্গলবার (১১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএনপি।

দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে অনেকদিনই হচ্ছে আন্দোলন করছে বিএনপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে হাট, বাজার, শপিং মল, স্কুল-কলেজ ইত্যাদি স্থানে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অথচ স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত স্থানে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া চলমান স্থানীয় সরকার নির্বাচন অব্যাহত রাখা হয়েছে। তাই রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

এমকে


মন্তব্য
জেলার খবর