মন্তব্য
বাংলাদেশে আজকের পুলিশ জনবান্ধব হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা মহামারিতে যখন ছেলে মায়ের লাশ ফেলে পালিয়েছিল, তখন পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছিল। ২৬ ফেব্রুয়ারি ( শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাগরিক সমাবেশে এ কথা বলেন। এ দিন বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ এখন ঠিকঠাক দায়িত্ব পালন করছে। এ জন্যই একটি নির্ভরযোগ্য শহরে বসবাস করতে পারছি আমরা। তিনি জানান, এখন ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপি চলছে। আগামীতে এ সদস্য হয়তো আরও বাড়বে।
সমাবেশে আরও বক্তব্যে দেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, আইজিপি বেনজীর আহমেদ ও ডিএমপির পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।
এমকে