ছেলে মায়ের লাশ ফেলে পালালেও পাশে দাঁড়িয়েছিল পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশে আজকের পুলিশ জনবান্ধব হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা মহামারিতে যখন ছেলে মায়ের লাশ ফেলে পালিয়েছিল, তখন পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছিল। ২৬ ফেব্রুয়ারি ( শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাগরিক সমাবেশে এ কথা বলেন। এ দিন বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ এখন ঠিকঠাক দায়িত্ব পালন করছে। এ জন্যই একটি নির্ভরযোগ্য শহরে বসবাস করতে পারছি আমরা। তিনি জানান, এখন ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপি চলছে। আগামীতে এ সদস্য হয়তো আরও বাড়বে।

সমাবেশে আরও বক্তব্যে দেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, আইজিপি বেনজীর আহমেদ ও ডিএমপির পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।

এমকে

 


মন্তব্য