সংলাপের কোনও চিঠি পায়নি বিএনপি

২১ ডিসেম্বর ২০২১

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতির আহবান করা সংলাপের কোনও চিঠি বিএনপি এখনও পায়নি। চিঠি পেলে দলের স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকার বনানীতে ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ বিতরণের  সময় সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। অনলাইন সংগঠন ‘অর্পণ’এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হবে, তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার আয়োজন করেছেন রাষ্ট্রপতি। ২০ তারিখ থেকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়েছে। প্রথম দিনে সংলাপে অংশ নেয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে কোনও আলোচনা করবো না- এমন সিদ্ধান্ত ছিল দলের। তাছাড়া সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে কোনও চিঠি আসেনি দলের কাছে। সুতরাং সুনির্দিষ্টভাবে সংলাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপি অংশ নেবেন না-  প্রকাশ্যে এমনটাই বলে আসছেন বিএনপির নেতারা। তাছাড়া বিজয় দিবসের এক সভায় সংলাপকে ‘তামাশা’ বলেও  মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর