চার জেলায়, দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২১ ডিসেম্বর ২০২১

আগামী ২৪ ঘণ্টায় চার জেলাসহ দুই বিভাগের দু-এক জায়গায় হালকা  বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে, কমে আসতে পারে  শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টি হওয়া এলাকায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। পূর্বাভাসে মঙ্গলবার (২১ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

চার জেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি এবং খাগড়াছড়ি, বিভাগ দুটি হচ্ছে সিলেট এবং ময়মনসিংহ। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও প্রায় অপরিবর্তিত থাকতে পারে  দিনের তাপমাত্রা। বর্তমানে পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা  ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেতুলিয়ায়। এছাড়া যশোরে ৯ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর