ভালো সিনেমায় অভিনয়ের জন্য বছর কয়েক আগেই ছোট পর্দাকে অনেকটা বিদায়ই জানান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে তিনি ভুল যে কিছু করেননি সেটার প্রমাণও রেখেছেন কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করে। বিশেষ করে কলকাতার ‘রাজলক্ষী শ্রীকান্ত’ ছবিতে হৃতিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন। এরপর দেশে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘মায়া, লস্ট দ্য মাদার’ এ অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে। এ ছবির মাধ্যমেও আলোচনায় আসেন তিনি।
করোনার কারণে মাঝে কাজ খুব কম করেছেন তিনি। সেই সময়টাতে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ গুছিয়েছেন। পাশাপাশি ‘খকা অর্গানিক’ নামের একটি কৃষি প্রতিষ্ঠান গড়েছেন।
এদিকে, অনেকদিন ধরেই নতুন ছবিতে কাজ করার কথা চলছিল জ্যোতির, এমনটা সংবাদমাধ্যমকে আগেও জানিয়েছেন তিনি। এবার নতুন চলচ্চিত্রে অভিনয় শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী। এবারো তিনি করছেন ২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি। ছবিটির নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। এটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। এই ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন জ্যোতি। তিনি বলেন, এ ছবিটির গল্প অসাধারণ। এরইমধ্যে কাজ শুরু করেছি। আমি এখানে কেন্দ্রীয় নারী চরিত্র রেবতীর ভূমিকায় অভিনয় করছি। দেশের মেধাবী ও তারকা শিল্পীরা রয়েছেন আমার সহশিল্পী হিসেবে।
জ্যোতি আরও বলেন, আমি এখন এর চরিত্রে ডুবে আছি। যখন যে চরিত্র করি তখন সে চরিত্রে আমি বেশ কিছুদিন থাকি। এমনকি শুটিংয়ের পরেও তার রেশ থেকে যায়। আশা করছি দর্শক খুব সুন্দর একটি ছবি পাবেন।
আরআই