সিয়াম-নোভা অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ ২৪শ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ২০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে শোবিজের স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বাবা-ছেলের সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত ছবিটি প্রিমিয়ারে প্রদর্শনের পর বেশ প্রশংসিত হয়েছে। নির্মাতা রনি ভৌমিক জানান, কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি। পরিবার নিয়ে দেখার মতো ছবি এটি। তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ছবিটি নির্মাণ করেছেন। সিয়াম আহমেদ বলেন, পারিবারিক গল্পের চলচ্চিত্র যে এত সুন্দর হয় তা ‘মৃধা বনাম মৃধা’ দেখলেই দর্শক জানতে পারবেন।
অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, আশা করি ‘মৃধা বনাম মৃধা’ দর্শককে হলমুখী করবে। এ ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। নির্মাতা রনি ভৌমিকের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমাটির পরিবেশক অ্যাকশ্যনকাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার অনন্য মামুন জানান, আগামী ২৪শে ডিসেম্বর সারা দেশের ৪৪টি সিনেমা হলে ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পাবে। পরবর্তীতে ছবিটি শিগগিরই ওটিটি প্ল্যাটফরম টফিতে উন্মুক্ত করা হবে।
সিয়াম ও নোভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।