ক্রিকেট অপারেন্স কমিটির প্রধান হিসেবে আর থাকছেন না আকরাম খান। ফেসবুকে এমনই স্ট্যাটাস দেন তার স্ত্রী সাবিনা আকরাম। এরপর গেল দু’দিন থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এমন সময় মুঠোফোন অনেকটা সময় বন্ধও রাখেন আকরাম। পরে তা খুললেও সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেননি। তবে হঠাৎ করেই মঙ্গলবার বিকালে তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন। সেখানে জানান, পারিবারিক কারণেই সরে যাচ্ছেন এ পদ থেকে। যদিও গুঞ্জন রয়েছে টাইগারদের টানা ব্যর্থতার কারণে তাকে এ পদ থেকে সারিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) নির্বাচনে আগামী ৪ বছরের জন্য নির্বাচিত হন ২৩ জন পরিচালক। গঠিত হয় নয়া পরিচালনা পরষদ। কিন্তু পরিচালকদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়নি এখনো। আগের বোর্ডে যারা ছিলেন তারাই সেই দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, অপারেন্স বিভাগে নতুন কাউকেই দায়িত্ব দেয়া হচ্ছে। যার অন্যতম দাবিদার হিসেবে শোনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজন ও কাজী ইনাম আহমেদের নাম।
বুধবার নিজ বাসায় সংবাদমাধ্যমকে তিনি পারিবারিক কারণ হিসেবেই এমন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, পারিবারিক কারণেই। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। উনার (নাজমুল হাসান পাপন) সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। উনার পরামর্শ অনুসরণ করবো আমি।’
আরআই