আত্মবিশ্বাস নিয়ে দুই বছর পর ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের সামনে বাংলাদেশ। ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের ফাইনাল।
পাঁচ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়েছে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র-এর মধ্যদিয়ে।
এরপর অবশ্য মারিয়া- তহুরাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারানোর পর ভারতকেও বধ করেছে মেয়েরা। আর লীগের শেষ ম্যাচে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে গোলের মালা পরিয়ে বাংলাদেশ জায়গা করে নেয় ফাইনালে। ভারতের বিপক্ষে এই ফাইনাল নিয়েও বেশ আশাবাদী বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। তার মতে আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ গোল দেয়ার আত্মবিশ্বাস কাজে দিবে ফাইনালে।
অধিনায়ক মারিয়া মান্ডা শোনালেন আশার কথা। ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগুনোর কথা বলেছিলাম। ফাইনালের আগ পর্যন্ত আমরা সেটা করেছি। এখন ফাইনাল জিতে তার পূর্ণতা আনতে চাই’-বলেন বাংলাদেশ অধিনায়ক।
ফাইনাল ম্যাচ নিয়ে মারিয়াদের কোচ গোলাম রব্বানী ছোটন একটু সতর্ক। বলেন, ‘এই টুর্নামেন্টে গত আসরের চ্যাম্পিয়ন আমরা। এই আসরেও চ্যাম্পিয়ন হতে চাই। লীগ পর্যায়ে ভালো খেলেছি, ফাইনালে আরও একটু ভালো খেলে শিরোপাটা নিজেদের করে নিতে চাই।’
আরআই